কঙ্গোয় বিদ্রোহীদের হামলায় প্রাণ গেছে ২৩ জনের

|

মধ্য আফ্রিকার দেশ- কঙ্গোয় বিদ্রোহী সংগঠন এডিএফ’র হামলায় প্রাণ গেছে কমপক্ষে ২৩ জনের। সোমবার রাতভর দেশটির পূর্বাঞ্চলে চলে অভিযান।

কর্তৃপক্ষ জানায়, গেলো সপ্তাহেই অ্যাপেতিনা-সানা এলাকায় স্থানীয়দের ওপর চড়াও হয় বিদ্রোহীরা। এলোপাতাড়ি গোলাগুলি, অগ্নিসংযোগ আর সহিংসতার কারণে এখনো অনেকে নিখোঁজ রয়েছে।

দীর্ঘ হতে পারে নিহতের তালিকা এমন শঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। প্রাণভয়ে বাস্তুচ্যুত হয়েছেন কয়েকশ’ মানুষ। তারা আশ্রয় নিয়েছেন প্রতিবেশী শহরগুলোর গির্জা ও স্কুলে।

উগান্ডাভিত্তিক বিদ্রোহী সংগঠন- এডিএফ নিজ দেশের পাশাপাশি দখলদারিত্ব চালায় কঙ্গোতেও। গত ৩০ অক্টোবর বিদ্রোহী নির্মূলে যৌথ সেনা অভিযান শুরু হলে এখন পর্যন্ত দুশো’র বেশি মানুষকে হত্যা করেছে সংগঠনটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply