২০২০ সালেই অত্যাধুনিক এস-৫০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালাবে রাশিয়া

|

২০২০ সালের মধ্যেই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রব্যবস্থা এস-৫০০’র পরীক্ষা চালাবে রাশিয়া। দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সি ক্রিভোরুচকো শনিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান। খবর সিনহুয়ার।

মধ্যম ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার লক্ষ্যে এ আকাশ প্রতিরক্ষা সমরাস্ত্র তৈরি করছে রাশিয়া। এটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০’র আপডেট ভার্সন। এমন সময় এস-৫০০’র ক্ষেপণাস্ত্রব্যবস্থা নিয়ে পরীক্ষা চালানোর খবর দিলো রাশিয়া যখন তাদের এস-৪০০ ব্যবস্থা কিনতে গিয়ে আমেরিকার চরম ক্ষোভের শিকার হয়েছে তুরস্ক।

অ্যালেক্সি ক্রিভোরুচকো জানান, তার দেশ আগামী বছর অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৫০০’র প্রাথমিক পরীক্ষা সম্পন্ন করবে। পরীক্ষা সম্পন্ন করার পর এই মডেলের প্রথম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ২০২৫ সালে সরবরাহ করা হবে বলে জানান রুশ উপপ্রতিরক্ষামন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply