সেনাবাহিনীকে শক্তিশালী ও চৌকস করতে কাজ করে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

|

অবকাঠামোগত প্রযুক্তির দিক দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে শক্তিশালী ও চৌকস করতে কাজ করে যাচ্ছে বতর্মান সরকার। শান্তিপ্রতিষ্ঠায় বিশ্বের অন্যান্য বাহিনীর সাথে সুনামের সাথে কাজ করছে এই বাহিনী।

আজ রোববার চট্টগ্রামের ভাটিয়ারিতে সেনাবাহিনীর ৭৭ তম দীর্ঘমেয়াদি কোর্স শেষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শনে গিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের নানামূখী উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।

তিনি বলেন, নতুন নতুন পদাতিক ডিভিশন ব্রিগেড-ইউনিট গড়ে তুলে সেনাবাহিনীকে পেশাগতভাবে দক্ষ করে তোলা হচ্ছে। এরইমধ্যে প্রণয়ন করা হয়েছে ফোর্সেস গোল ২০৩০। এসময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোন ত্যাগের জন্য প্রস্তুত থাকতে নবীন ক্যাডেটদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে কমিশন লাভ করেছেন ২৬৫ জন নবীন ক্যাডেট। যার মধ্যে ২৩৪ জন বাংলাদেশি। বাকিরা সৌদি, ফিলিস্তিনি ও শ্রীলঙ্কার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানসহ দেশি-বিদেশি কূটনীতিকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply