ঢাকার খাল উদ্ধারে আন্তঃমন্ত্রণালয় কমিটি করা হয়েছে: নৌ প্রতিমন্ত্রী

|

ঢাকার খাল উদ্ধারে আন্তঃমন্ত্রণালয় কমিটি করা হয়েছে। ২ মাসের মধ্যে খাল পরিদর্শন করে রিপোর্ট দেয়া হবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ রোববার দুপুরে সচিবালয়ে নাব্যতা রক্ষার্থে গঠিত টাস্কফোর্সের সভায় তিনি একথা বলেন।

এসময়, সার্ভে করে বুড়িগঙ্গার পাড়ে অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে জানিয়ে নৌ প্রতিমন্ত্রী বলেন, অবৈধভাবে যারা দখল করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

উচ্ছেদের পরেও বেদখল হয়ে যাওয়া নিয়ে মন্ত্রী বলেন, একাজে দুষ্টচক্র জড়িত। তবে বেদখল হয়ে গেলেও পুনরায় উচ্ছেদ করা হচ্ছে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হচ্ছে না বলেও জানান খালিদ মাহমুদ চৌধুরী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply