থাইল্যান্ডের গুহায় আটকে পড়া খুদে ফুটবলারদের উদ্ধারকারী নেভি সিল সদস্যের মৃত্যু

|

থাইল্যান্ডের গুহায় আটকে পড়া কিশোর ফুটবলারদের কথা মনে আছে নিশ্চয়। তাদের উদ্ধার তৎপরতায় যুক্ত থাকা থাই নেভি সিলের এক সদস্য রক্তের সংক্রমনে মারা গেছেন। তার নাম বেরেট বিউরিরাক। উদ্ধার তৎপরতার সময় তার রক্তে এ সংক্রমণ ঘটে। এরপর থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন। এর আগে অন্য একজন উদ্ধারকারী ডুবুরি ল্যাফটেন্যান্ট কমান্ডার সেইমন কুম্যান উদ্ধার তৎপরতার সময় মৃত্যুবরণ করেন।

২০১৮ সালের ২৩ জুন থাইল্যান্ডের একটি স্থানীয় ফুটবল দলের কোচ একাপোল চান্টাওং ও ১২ জন খুদে ফুটবলার থাম লুয়াং গুহায় ঢুকে নিখোঁজ হয়ে যায়। মিয়ানমারের সঙ্গে সীমান্তের কাছে ১০ কিলোমিটার দীর্ঘ থাম লুয়াং থাইল্যান্ডের দীর্ঘতম গুহা। সেখানে নয় দিন সেখানে আটকে থাকার পর ব্রিটিশ ডুবুরি রিচার্ড স্ট্যানটন ও জন ভলানথেন তাদের সন্ধান পান।

সে সময় ঘটনাটি বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করে। খুদে ফুটবলারদের উদ্ধারে সবোর্চ্চ পদক্ষেপ নেয়া হয়। পুরো উদ্ধার প্রক্রিয়ায় ৯০ জনের একটি ডুবুরি দল কাজ করে। তাদের মধ্যে ৪০ জন থাই নেভি সিলের সদস্য। অন্যরা ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে গিয়েছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply