রাশিয়া, চীন ও ইরানের যৌথ নৌমহড়া শুরু

|

ভারত মহাসাগর এবং ওমান উপসাগরে যৌথ মহড়া চালাচ্ছে চীন, রাশিয়া এবং ইরানের নৌ বাহিনী। শুক্রবার শুরু হয় এই মহড়া, যা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

রাশিয়া বলছে, পরস্পরের মধ্যে নৌ সহযোগিতা এবং প্রশিক্ষণ বাড়াতেই এই মহড়ার আয়োজন করা হয়। চার দিনের এই বিশেষ মহড়ায় তিন দেশই প্রদর্শন করে তাদের অত্যাধুনিক নানা প্রযুক্তি।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, এই মহড়ার মাধ্যমে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব কাটিয়ে বিশ্ব বাজারে নিজেদের তেল রফতানি বাড়াতে চায় ইরান। বিভিন্ন দেশে সমুদ্র পথে পণ্য আমদানি-রফতানির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ওমান উপসাগের এই অঞ্চল। যা যুক্ত করেছে হরমুজ প্রণালির সাথে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply