হিন্দু হওয়ায় একঘরে ছিলেন দানিশ কানেরিয়া, খেতে হতো আলাদা টেবিলে

|

কেবলমাত্র হিন্দু হওয়ার কারণে পাকিস্তান ড্রেসিং রুমে অনেকটাই একঘরে ছিলেন দেশটির সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া। এমন বিস্ফোরক মন্তব্য তার সাবেক সতীর্থ শোয়েব আখতারের।

পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হিন্দু হওয়ার কারণে দলের বাকি সতীর্থদের সঙ্গে খাবার টেবিলে একসঙ্গে বসতেও পারতেন না কানেরিয়া। ২০০৫ সালে দানিশ কানেরিয়ার বোলিং তোপে ইংল্যান্ডকে হারালেও প্রাপ্য প্রশংসা পাননি কানেরিয়া।

শোয়েব আক্তারের এমন মন্তব্যের পর দানিশ কানেরিয়া তার প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, শোয়েব কিংবদন্তি। খেলোয়াড়ি জীবনে এ নিয়ে কথা বলার সাহস ছিল না। তবে শোয়েব ভাইয়ের মন্তব্যের পর হয়েছে। তিনি, ইনজামাম-উল-হক, মোহাম্মদ ইউসুফ, ইউনিস খান ভাই আমাকে সব সময় সমর্থন দিয়েছেন। যারা আমাকে সমর্থন দেয়নি দ্রুতই তাদের নাম জনসম্মুখে প্রকাশ করব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply