শীতের সকালে ত্বকের যত্ন

|

শীতের সকালে ঘুম থেকে ওঠার পর প্রত্যেকের চেহারাই মলিন ও নিষ্প্রাণ দেখায়। কিছু সহজ উপায় এই শীতে আপনার চেহারাকে করে তুলবে আকর্ষণীয় ও ত্বককে রাখবে স্বাস্থ্যকর।

শীতের সকালে মুখ ধোয়ার জন্য গরম পানি ব্যবহার করুন। হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ২ মিনিট ক্লিনজিং লোশন নিয়ে মুখে ম্যাসাজ করুন অথবা মধুও ম্যাসাজ করতে পারেন। দুই মিনিট পর ভেজা তুলো দিয়ে মুখ মুছে ফেলুন।

এরপর খুব সামান্য একটু স্ক্রাবার হাতের তালুতে নিয়ে আপনার পছন্দের কোন একটা ফেসওয়াশ মিশেয়া তা ভালোভাবে আপনার মুখে মাখুন। তারপর কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিন।

এবার ত্বকে লাগিয়ে নিন আপনার পছন্দের কোন ফেসক্রিম। যারা ক্রিম ব্যবহার করতে চান না, তাড়া সমান সমান পরিমাণ পানি ও গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করতে পারেন।

ব্যস, সারাদিনের জন্য আপনার ত্বক ঝলমলে ও উজ্জ্বল দেখানোর প্রস্তুতি হয়ে গেল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply