প্রয়োজনীয় শিক্ষা তহবিল সংগ্রহে ব্যর্থ, পদত্যাগ করলেন ইতালির শিক্ষামন্ত্রী

|

পদত্যাগ করলেন ইতালির শিক্ষামন্ত্রী লরেঞ্জো ফিওরামন্তি। এ সিদ্ধান্তের কারণ হিসেবে জানান, স্কুল-বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রয়োজনী তহবিল সংগ্রহে ব্যর্থ হয়েছে তার মন্ত্রণালয়।

তিনি জানান, ২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর পাঠিয়েছেন ইস্তফাপত্র।

লরেঞ্জো বলেন, ২০২০-২১ অর্থবছরের বাজেটে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৩৩০ কোটি ডলারের তহবিল চেয়েছিলেন তিনি, কিন্তু অর্থমন্দা আর ব্যয় সংকোচনের দোহাই দিয়ে প্রস্তাবিত তহবিলের অনুমোদন দেয়নি সরকার।

ক্ষমতা বন্টন প্রশ্নেও তাঁর রাজনৈতিক দল- ফাইভ স্টার মুভমেন্টের সাথে চেয়ারপার্সন লুই দি মায়্যোর চলছে টানাপোড়েন। এরইমাঝে, দলত্যাগ করেছেন আরও ৫ সিনেটর; যোগ দিয়েছেন বিরোধী ডানপন্থি জোটে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply