রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

|

রাজধানীর আগারগাঁও থেকে শ্যামলী শিশুমেলা পর্যন্ত রাস্তার দুপাশের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন তারা। এসময় বাংলাদেশ কাস্টমস ভবনের সামনে সিটি করপোরেশনের জমি দখল করে গড়ে ওঠা নার্সারিতে অভিযান চালানো হয়। বাকী নার্সারি মালিকদের ২ ঘণ্টার মধ্যে গাছ সরিয়ে নেয়ার নোটিশ দেয়া হয়।

পরে এডিবির সামনের রাস্তায় মাটি ফেলে রাস্তা দখল করায় এডিবিকে সর্তক করে ম্যাজিস্ট্রেট। রবিবারের মধ্যে মাটি সরিয়ে ফেলের নির্দেশ দেয়া হয়। পাশাপাশি ইউনিসেফ ও ইউএনডিপির নির্মাণাধীন ভবনে ড্রিল করে বায়ূ দূষণ ও সিটি করপোরেশনের রাস্তা ভেঙে ফেলার অপরাধে আনোয়ার ল্যান্ড মার্ক ডেভেলপার কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply