‘অবাধ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা দেয়া হবে, সরকার কোন হস্তক্ষেপ করবে না’

|

কুমিল্লা ব্যুরো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ইভিএমে সুষ্ঠু নির্বাচন হয়। অতীতে যেখানে ইভিএমে ভোট হয়েছে সেখানে বিরোধীদল জিতেছে, বিএনপিই জিতেছে। ইভিএমে ফ্রি এন্ড ফেয়ার সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা রয়েছে। এ নিয়ে দ্বিধা সংকোচের দরকার নেই। আসুন নির্বাচনে অংশগ্রহন করুন, একটা শান্তিপূর্ণ অবাধ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে স্বাধীন ভূমিকা পালনের সহযোগিতা সরকার থেকে দেয়া হবে। এখানে সরকার কোন হস্তক্ষেপ করবে না।

তিনি আজ কুমিল্লায় একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের পূর্বে জেলা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

কাদের আরও বলেন, দেশে গণতন্ত্র আছে। গণতন্ত্র নেই বিএনপির ঘরে। তারা দেশে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। তাদের ঘরে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা করে না। একটা জাম্বুজেট মার্কা কমিটি করেছে। এদের কাছে গণতন্ত্র কি আশা করা যায়! বিএনপির একটা কনফারেন্স তারা করতে পারেনি। তারা ব্যর্থ হয়েছে আন্দোলনে, নির্বাচনে। জনগণ তাদের ডাকে সাড়া দেয় না। তাতে সরকারের তো কোন দোষ নেই।

এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply