বুরকিনা ফাসোতে জঙ্গি হামলায় নিহত ৩৫

|

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় সোয়াম প্রদেশে জঙ্গি হামলায় কমপক্ষে ৩৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যার বেশির ভাগই নারী।

এ হামলার পর মালি সীমান্তবর্তী অঞ্চলটিতে বিশেষ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে ৮০ জঙ্গি নিহত হয়। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানান, দেশটির প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, হামলার সময় কেন এতো বেশি সংখ্যক নারী ঘটনাস্থলে ছিলেন বা এতো নারী নিহত হয়েছেন তা জানা যায়নি। এ হামলার ঘটনায় এখন পর্যন্ত দায় স্বীকার করেনি কোন গোষ্ঠি।

২০১২ সালে এলাকাটিতে অভিযান চালায় ফ্রান্সের নেতৃত্বাধীন সামরিক জোট। তথ্য বলছে, চলতি বছর বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর হামলায় প্রাণ গেছে কয়েকশ’ মানুষের। বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখের বেশি মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply