প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পেলেন ডাঃ এ বি এম আব্দুল্লাহ

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পেলেন একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক এবিএম আব্দুল্লাহ।

আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঃ আলিউর রহমান স্বাক্ষরিত জনপ্রশান মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে এবিএম আব্দুল্লাহকে সচিব পদমর্যাদায় চুক্তিতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডাঃ এ বি এম আব্দুল্লাহ, প্রাক্তন চেয়ারম্যান এবং অধ্যাপক, মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-কে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে ইহার মধ্যে যেটি আগে ঘটে সেই সময় পর্যন্ত সরকারের সচিব পদমর্যাদায় ও আনুষাঙ্গিক সুবিধাদিসহ মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply