ভারত জুড়ে সিএএ বিরোধী আন্দোলন, আটক ৪ হাজারের বেশি বিক্ষোভকারী

|

নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনে গেলো ১০ দিনে ভারত জুড়ে আটক হয়েছে চার হাজারের বেশি মানুষ।

রোববার পুলিশ জানায়, আটককৃতদের বেশিরভাগকে সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।এখনো বিভিন্ন রাজ্যে পুলিশী হেফাজতে রয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন এবং সহিংসতা ছড়ানোর অভিযোগ রয়েছে।

এ পরিস্থিতিতে, আজ দিল্লিতে সোনিয়া গান্ধির নেতৃত্বে ধর্নায় বসার কথা কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলোর।

এদিকে, রোববার দিল্লির মহাসমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বস্ত করেন- নাগরিকত্ব আইন বা এনআরসির কারণে ভারতছাড়া হবেন না সত্যিকারের কোন মুসলিম নাগরিক।

বির্তকিত আইনটি বাতিলের দাবিতে বিক্ষোভ-সহিংসতায় এখন পর্যন্ত দেশজুড়ে প্রাণহানির সংখ্যা ২৬।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply