নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

|

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়াতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে রতন মিয়া নামে একজন নিহত হয়েছে। এসময় পুলিশের তিন সদস্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশী অস্ত্র , চার রাউন্ড কার্তুজের গুলি, দুটি কার্তুজের খোসা, ৩১পিচ ইয়াবা উদ্ধার করা হয়। নিহত রতন মিয়া সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের মাহতাবপুর গ্রামের রহমত উল্যার ছেলে।

পুলিশের দাবি, রতম মিয়ার নামে থানায় হত্যা, মাদক ও দুস্যতাসহ মোট ১৩টি মামালা রয়েছে।

সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ জানান, ১৩ মামলার আসামি রতন মিয়া কে শনিবার বিকেলে পুলিশ গ্রেপ্তার করে রাতে অস্ত্র ও মাদক উদ্ধারে তাকে নিয়ে পাশ্ববর্তী আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামের ভুঁইয়া বাড়ির পাশে খালপাড় এলাকায় গেলে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশ ও পাল্টা ৪৬ রাউন্ড গুলি করে । এসময় রতন মিয়া গুলিবিদ্ধ হয় তাকে গুরুতর আহত অবস্থায় রাতে নোয়াখালী সদর হাসপাতালে নেয়া হলে সেখানে সে মারা যায়। বন্দুকযুদ্ধ চলাকালে পুলিশের তিন সদস্য এস আই নাজমুল, এসআই উজ্বল ও কনস্টেবল জসিম আহত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি পাইপ গান, চার রাউন্ড কার্তুজের গুলি, দুটি খোসা ও ৩১ পিচ ইয়াবা উদ্ধার করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply