সারা বিশ্বের কাছেও স্যার ফজলে হাসান আবেদ একজন রোল মডেল: ড. ইউনূস

|

স্যার ফজলে হাসান আবেদ ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার। আজকের ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনে তার ভূমিকা স্মরনীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন ড. মোহাম্মদ ইউনূস।

আজ রোববার দুপুরে রাজধানীর আর্মি স্টেডিয়ামে স্যার ফজলে হাসান আবেদের মরদেহে শ্রদ্ধা জানাতে এসে তিনি একথা বলেন। তিনি জানান, তিনি শুধু একটি নমুনা তৈরি করে যাননি, তার ধারণা সারা বিশ্ব ছড়িয়ে দিয়েছেন। সারা বিশ্বের কাছেও স্যার ফজলে হাসান আবেদ একজন রোল মডেল বলেও মন্তব্য করেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ।

মরদেহে আরও শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারসহ বিশিষ্ট সজনেরা। তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির সাথে স্যার ফজলে হাসান আবেদের নাম নিবিড়ভাবে জড়িত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply