কাদেরের নাম প্রস্তাব করেন নানক, সমর্থন রহমানের

|

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। শনিবার ২১-তম জাতীয় কাউন্সিল শেষে নেতৃত্ব বেছে নেই ঐতিহ্যবাহী এ দলটি। সভাপতি পদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্নির্বাচিত হওয়াটা অনুমেয়ই ছিল। সাধারণ সম্পাদক পদ নিয়ে কিছুটা জল্পনা-কল্পনা থাকলেও শেষ পর্যন্ত ওবায়দুল কাদেরের ওপরই আস্থা রেখেছে আওয়ামী লীগ।

রেওয়াজ অনুযায়ী দলীয় সভাপতি শেখ হাসিনা আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করলে মঞ্চে আসেন তিন সদস্যের নির্বাচন কমিশন। দলের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুনের নেতৃত্বে এ কমিশনের অপর দুই সদস্য হলেন- উপদেষ্টা মসিউর রহমান ও সাইদুর রহমান।

নির্বাচন কমিশনের সামনে সাধারণ সম্পাদক পদে এবারও ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান তাতে সমর্থন দেন। পরে কাউন্সিলরদের কণ্ঠভোটে তা পাস হয়। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় দলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন তাকে নির্বাচিত ঘোষণা করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply