জাবিতে উদযাপিত হলো প্রজাপতি মেলা

|

????????????????????????????????????

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এ শ্লোগানকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০ম বারের মতো উৎযাপন হলো প্রজাপতি মেলা। মেলাকে ঘিরে উৎসবমুখর পুরো ক্যাম্পাস। সকাল থেকে প্রকৃতির কোলে রং ছড়ানো এ কীটটিকে দেখতে সব বয়সী মানুষ অংশ নেন এ মেলায়।

সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে প্রজাপতি অবমুক্ত ও বেলুন উড়িয়ে প্রজাপতি মেলার উদ্বোধন করা হয়।

সবুজের বুকে রং ছড়িয়ে ডানা ঝাপটিয়ে খেলা করছে হরেক রকম প্রজাপতি। এতে মোহিত হচ্ছে নানা বয়সের দর্শনার্থীরা। বিচিত্র ও মনোমুগ্ধকর এসব প্রজাপতি শুধু পরিবেশের সৌন্দর্যই না। এরা পরাগায়নের মাধ্যমে পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখে।

এবারের মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এ বাশারকে প্রজাপতি বিষয়ক গবেষণার জন্য ও সবুজবাগ সরকারি কালেজের শিক্ষার্থী অরুনাভ ব্রনোকে বাটারফ্লাই ইয়ং এওয়ার্ড প্রদান করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply