ঝালকাঠিতে রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম থাকায় মানববন্ধন

|

ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ শামসুল আলম এবং রাজাপুর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য এনায়েত হোসেন খান মিলুসহ পাঁচজন মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় থাকার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজাপুর প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। এতে মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা, খন্দকার শফিউল আলম, নূরুল ইসলাম খলিফা, রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এনায়েত হোসেন খান মিলু ও ইউনিয়ন কমান্ডার আলতাফ হোসেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসার লজ্জা জাতি কখনো ভুলতে পারবে না। এ ধরনের ভুল ও ত্রুটিপূর্ণ তালিকার প্রকাশের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হোসেনকে দায়ি করে, তাঁর পদত্যাগ দাবি করেন মুক্তিযোদ্ধারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply