ভারতে নাগরিকত্ব আইন পাসে বাংলাদেশের হিন্দু-বৌদ্ধ-খৃস্টান কল্যাণ ফ্রন্টের উদ্বেগ

|

ভারতে নাগরিকত্ব আইন, এনআরসি পাসে উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশের হিন্দু-বৌদ্ধ-খৃস্টান কল্যাণ ফ্রন্ট। সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ফ্রন্ট নেতারা বলেন, এ বিল পাসের ফলে বাংলাদেশে হিন্দুর সংখ্যা কবে যাবে।

সংবাদ সম্মেলনের শুরুতেই লিখিত বক্তব্য পাঠ করেন হিন্দু-বৌদ্ধ-খৃস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায় অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী। তিনি বলেন, এনআরসি ধর্মীয় বিভাজনের ভিত্তিতে করা হয়েছে, ফলে বাংলাদেশ ও ভারত দুই দেশের সংখ্যালঘুরাই আতংকিত। সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট নয়, এমন কোন পদক্ষেপ না নিতে দুই দেশের সরকারের প্রতি আহ্বান জানান ফ্রন্ট নেতারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply