মেজর জেনারেল জয়নুল আবেদীনের মরদেহ দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মরদেহ দেখতে সম্মিলিত সামরিক হাসপাতাল- সিএমএইচে গেলেন সরকার প্রধান শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়।

এরপর, সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে দীর্ঘদিনের এই উচ্চপদস্থ কর্মকর্তাকে শেষবারের মতো দেখতে যান প্রধানমন্ত্রী। এ সময়, মৃত সামরিক সচিবের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন শেখ হাসিনা। পরিবারের শোক সন্তপ্ত সদস্যদের তিনি সান্ত্বনা জানান।

বৃহস্পতিবার বেলা ১০টায় সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে৷ এরপর, দুপুরেই দাফনের জন্য হেলিকপ্টারে মরদেহ নেয়া হবে জন্মস্থান চট্টগ্রামের সাতকানিয়ায়। মেজর জেনারেল জয়নুল আবেদীন ২০১১ সাল থেকে প্রধানমন্ত্রীর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন৷ মঙ্গলবার বিকেলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply