তুফানসহ ৪ আসামি দ্বিতীয় দফার রিমান্ডে

|

বগুড়ায় কলেজ ছাত্রী ধর্ষণ ও মা-মেয়ের ওপর নির্যাতন মামলার প্রধান আসামী তুফান সরকারসহ চার জনকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়েছে পুলিশ। এদের মধ্যে তুফান সরকার ও তার সহযোগী মুন্নাকে দুই দিন করে এবং তুফানের স্ত্রী আশা ও শাশুড়ি রুমিকে নেয়া হয়েছে একদিনের রিমান্ডে। বাকি ৫ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায়ের আদালতে হাজির করা হয় আসামিদের। এসময় পুলিশ তাদের ৭ দিন করে রিমান্ড আবেদন করে। এরআগে, রোববার তুফান সরকার এবং তার দুই সহযোগী দিপু ও রুপমকে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। বিচারক শ্যাম সুন্দর রায় তাদের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এরপর হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

জানা গেছে, নির্যাতনের পর মা-মেয়ের কাছ থেকে সাদা কাগজে সই নেয়ার বিষয়টি খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মামলার অপর আসামি কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকির ৪ দিনের রিমান্ড শেষ হবে শুক্রবার।

যমুনা অনলাইন- এফআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply