‘মডেলকে হত্যার নির্দেশ দিয়েছিলেন নাজিব রাজাক’

|

মঙ্গোলীয় মডেল আলটানতুয়া সারিবউকে হত্যায় অভিযুক্ত মালয়েশিয়ার সাবেক এক পুলিশ সদস্য বলেছেন, তখনকার উপপ্রধানমন্ত্রী নাজিব রাজাকের নির্দেশেই তিনি ওই হত্যাকাণ্ড করেছেন।

যদিও মানহানিকর ও ষড়যন্ত্রমূলক বলে ওই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী। চ্যানেল নিউজএশিয়ার খবরে এমন তথ্য জানা গেছে।

২০১৭ সালের অক্টোবরের সংবিধিবদ্ধ এক ঘোষণায় আজিলাহ হাদরি নামের ওই পুলিশ কর্মকর্তা বলেন, আলটানতুয়া সারিবউকে গ্রেফতার করে তাকে ধ্বংস করে দিতে নির্দেশ দিয়েছিলেন নাজিব রাজাক। সাবেক প্রধানমন্ত্রী তাকে বিদেশি গুপ্তচর হিসেবে আখ্যায়িত করেছেন।

২০০৬ সালে গুলি করে হত্যার নির্দেশ দিয়ে নাজিব তাকে স্পষ্ট বার্তা দিয়েছিলেন বলে ওই পুলিশ দাবি করেন।

তিনি বলেন, আমি উপপ্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করলাম যে গ্রেফতার করে ধ্বংস করে দেয়ার অর্থ কী? জবাবে নাজিব তাকে বলেছেন, গুলি করে হত্যা করতে হবে।

আজিলাহর আইনজীবী জে কুলদিপ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সংবাদমাধ্যমের কাছে এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য দিতে রাজি হননি।

২০০৬ সালে ওই মডেলকে গুলি করে হত্যা করে বিস্ফোরক দিয়ে তার শরীর উড়িয়ে দেয়া হয়েছিল।

খবরে বলা হয়েছে, ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত নাজিব রাজাকের উপদেষ্টার দায়িত্ব পালনকারী আবদুল রাজাক বাগিন্দার প্রেমিকা ছিলেন আলটানতুয়া সারিবউ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply