বিপিএলের হারিয়ে যাওয়া ড্রোনটি পাওয়া গেছে

|

চট্টগ্রামে বঙ্গবন্ধু বিপিএলের সম্প্রচারের কাজে নিয়োজিত একটি ড্রোন মঙ্গলবার হারিয়ে গিয়েছিল। সেটি খুঁজে পেয়ে কর্তৃপক্ষকে ফেরত দিতে পারলে নির্দিষ্ট পরিমাণ অর্থ পুরস্কার দেয়ার ঘোষণাও দেয়া হয়েছিল। বুধবার ড্রোনটির খোঁজ পাওয়া গেছে।

এদিন খেলা সম্প্রচারে থাকা ক্যামেরাম্যানরা স্টেডিয়ামের ফুটেজ নিতে যান। একপর্যায়ে ড্রোনের উপস্থিতি দেখতে পান তারা। সঙ্গে সঙ্গেই ক্যামেরা জুম করে দেখা যায় হারিয়ে যাওয়া অত্যাধুনিক প্রযুক্তিটি। এটি ফ্লাডলাইটের উপর পড়ে ছিল।

এটি নিয়ন্ত্রণ করছিলেন কানাডার একজন ড্রোন নিয়ন্ত্রক। বাংলাদেশি টাকায় ড্রোনটির মূল্য প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা। হারিয়ে যাওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই অবশেষে সন্ধান পাওয়া গেল সেটির।

ড্রোনটি খুঁজে দেয়ার জন্য ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন বিসিবি স্বেচ্ছাসেবকরা। তবে এ টাকা দেয়া হবে কি না তা জানা যায়নি!


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply