দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতার কারণেই এই অনাকাঙ্ক্ষিত ভুল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

|

মুক্তিযোদ্ধাদের আবেদনের বাধ্যবাধকতা নেই; রাজাকারের তালিকা যাচাই-বাছাই করে তাদের নাম বাদ দেয়া হবে। মানিকগঞ্জে মুক্তিযোদ্ধা সমাবেশে এমনটা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এসময় তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া তালিকায় কোনো পরিবর্তন না করেই প্রকাশ করা হয়েছে। দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতার কারণেই অনাকাঙ্ক্ষিত ভুল বলে দাবি করেন তিনি। বিগত সরকারগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় কারচুপি করে থাকতে পারেও বলে আশঙ্কা প্রকাশ করেন মোজাম্মেল হক। তিনি বলেন, আগামীতে ৪৬০ উপজেলার সম্পূরক তালিকা আসবে। সেখানে যেনো এ ধরণের ভুল না হয় সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply