মুন সিনেমা হল: ৯৯ কোটি টাকার চেক পেল ইতালিয়ান মার্বেল

|

ঢাকার ওয়াইজঘাটে মুন সিনেমা হলের জমি ও স্থাপনার মূল্য হিসেবে ৯৯ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৭৪ টাকা ২৭ পয়সার চেক গ্রহণ করেছেন বাংলাদেশ ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডের মালিক মাকসুদুল আলম।

মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে সরকার এ চেক হস্তান্তর করেন। পরে সেই চেক গ্রহণ করেন ইতালিয়ান মার্বেল। এখন পুরান ঢাকার মুন সিনেমা হলের জমি আজ, আগামীকাল অথবা সুবিধাজনক সময়ের মধ্যে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নামে রেজিস্ট্রি করে দিতে হবে ইতালিয়ান মার্বেলকে।

আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মুন সিনেমা হলের পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।

আদেশের পর আজমালুল হোসেন কিউসি বলেন, মুন সিনেমার মালিক ১৯৭২ সালে তিনটি রিট করেছেন। তৃতীয় রিট পিটিশনে ২০০৫ সালে শুনানি হয়েছিল হাইকোর্ট ডিভিশনে। তারপরে আপিল বিভাগে ২০১০-এ। পরে আদালত অবমাননার মামলা হয় ২০১৩ সালে। যেটার ফল আজ আমরা পেয়েছি। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, যে টাকাটা দেয়ার কথা ছিল সেটা দিয়েছে। তারপরেও কাজ শেষ হয়নি।
মাকসুদুল আলম জানান, আমার তো ডিমান্ড ছিল অনেক। আমি পাইলাম অনেক কম। মাত্র ৯৯ পেলাম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply