বিজয় দিবসের শোভাযাত্রা নিয়ে আওয়ামী লীগ-যুবলীগের সংঘর্ষ; আহত ১৫

|

পাবনা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে বিজয় দিবসের শোভাযাত্রা বের করা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজয় দিবস উপলক্ষে ঈশ্বরদী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ মিন্টুর নেতৃত্বে যুবলীগ-ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা সকাল এগারোটার দিকে একটি বিজয় শোভাযাত্রা বের করে। একই সময়ে উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনির নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা ঈশ্বরদী মহিলা কলেজের কাছাকাছি পৌঁছালে দুই গ্রুপ মুখোমুখি হলে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হলে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর আহত আব্দুল মতীন, মতলেব হোসেন, আবু সাঈদ ও ইলিয়াস হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply