জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

|

জাতির গৌরবের মহান বিজয় দিবস আজ। ভোরের সূর্যোদয়ের মধ্য দিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি জানানো হয় রাষ্ট্রীয় শ্রদ্ধা।

ভোর সাড়ে ৬টার দিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদদের স্মরণে তাঁরা সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।

পরে, আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে স্মৃতিসৌধে দলের নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, বিজয়কে এখনো সুসংহত করা যায়নি। জানান, রাজাকার ও তার পরিবারের সদস্যদের আওয়ামী লীগে ঠাঁই হবে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply