২১ তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে যোগ দিতে থাইল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দল

|

২১ তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে যোগ দিতে থাইল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দল। আগামী ১৬ থেকে ২০ ডিসেম্বর ২০১৯ থাইল্যান্ডের চিয়াংমাইতে বসবে অলিম্পিয়াডের (আইআরও)-এর ২১ তম আসর।

এ মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের মাধ্যমে সারাদেশ থেকে বাছাইকৃত সেরা পনেরো শিক্ষার্থী।

নির্বাচিত শিক্ষার্থীরা হলো মো. ওমর করিম (উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়), অর্পন চন্দ (সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট), সানি জুবায়ের (ঢাকা কলেজ), কাজী মোস্তাহিদ লাবিব (চিটাগাং গ্রামার স্কুল ঢাকা), নাশীতাত যাইনাহ রহমান (সানবীমস স্কুল), যাহরা মাহযারীন পূর্বালী (আগা খান স্কুল), যারিয়া মুসাররাত পারিজাত (আগা খান স্কুল), শিহাব সারার আহমেদ (নটরডেম কলেজ), মো. জারিফ মাহবুব তালুকদার (নটরডেম কলেজ), তাশরিক আহমদ (জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ), ছালওয়া মেহরীন (জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ), মীর উমাইমা হক (নালন্দা উচ্চ বিদ্যালয়), আবরার শহীদ রাহিক (চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ), রাফিহাত সালেহ চৌধুরী (জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ) এবং তাফসীর তাহরীম (চিটাগাং গ্রামার স্কুল ঢাকা)।

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণের সম্পূর্ণ পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

উল্লেখ্য ১৬ ডিসেম্বর উদ্বোধনী পর্বের মাধ্যমে শুরু হবে ২১ তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড ২০১৯।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply