ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

|

শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাবে বাংলাদেশ। আর সেজন্য দেশের সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় তিনি বলেন, একাত্তরে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানিদের দোসররা বুদ্ধিজীবীদের হত্যায় সহযোগিতা করেছে।

ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় একাত্তরে বুদ্ধিজীবী হত্যার প্রেক্ষাপট তুলে ধরেন তিনি।

শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পরও বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত থাকে। তারই ধারাবাহিকতায় সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। হত্যা করা হয় মুক্তিযোদ্ধা, সেনা কর্মকর্তা ও সৈনিকদের। ক্যু পাল্টা ক্যু চলতে থাকে। আর এর মধ্য দিয়ে পাকিস্তান থেকে ফিরিয়ে আনা হয় মুক্তিযুদ্ধবিরোধীদের।

প্রধানমন্ত্রী বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র সব সময়ই চলছে। বারবার আঘাত এসেছে। সেই আঘাত মোকাবেলা করেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply