পাওয়ার টিলার উল্টে চালক নিহত, আহত এক

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে ধানের বিচালি বোঝাই পাওয়ার টিলার উল্টে হেলাল উদ্দিন (৩৫) নামের এক পাওয়ার টিলার চালক নিহত হয়েছে। এ সময় রাশেদুল ইসলাম নামের আরও একজন আহত হয়েছে। নিহত হেলাল উদ্দিন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের কাশিপুর বেদে পাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার এসআই আবুল খায়ের জানান, কালীগঞ্জ থেকে পাওয়ার টিলারে ধানের বিচালি বোঝাই করে হেলাল উদ্দিন জীবননগরের খয়েরহুদা গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে কাশিপুর নামকস্থানে একটি ট্রাক পাওয়ার-টিলারকে ধাক্কা দিলে রাস্তার পাশে উল্টে যায় হেলাল উদ্দিন ও রাশেদুল ইসলাম আহত হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করে। আর আহত রাশেদুল ইসলামের ২ পা ভেঙ্গে যাওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply