ফিলিস্তিনিদের জন্য সহায়তা কার্যক্রম ৩ বছরের জন্য বৃদ্ধির ঘোষণা

|

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য সহায়তা কার্যক্রম ৩ বছরের জন্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে জাতিসংঘ। শুক্রবার সাধারণ পরিষদে এক ভোটাভুটির পর আসে এ সিদ্ধান্ত।

ফিলিস্তিনি শরণার্থী সংস্থা- UNRWA’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ও তহবিল স্বল্পতার পরও সংস্থার কার্যক্রম চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দেন সদস্যরা। সাধারণ পরিষদে এ বিষয়ক বিলটির পক্ষে ভোট পড়ে ১৬৯ টি। ভোট দেয়া থেকে বিরত ছিল ৯টি দেশ। অন্যদিকে বিলের বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর ফলে ফিলিস্তিনি শরণার্থী সংস্থার কার্যক্রম বৃদ্ধি পেলো ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত।

১৯৪৯ সাল থেকে ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় কাজ করছে সংস্থাটি। পশ্চিম তীর, গাজা, পূর্ব জেরুজালেমসহ জর্দান, লেবানন ও সিরিয়ায় নিবন্ধিত ফিলিস্তিনি শরণার্থীর সংখ্যা প্রায় ৫০ লাখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply