চতুর্থ দিনে পাটকল শ্রমিকদের আমরণ অনশন

|

চতুর্থ দিনে গড়ালো রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচি। মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে চারদিন ধরে মিলগেটে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা।

এদিকে আমরণ অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যুবরণকারী প্লাটিনাম জুটমিলের শ্রমিক আব্দুস সাত্তারের জানাজা সকালে মিলগেটে সম্পন্ন হয়েছে। গতকাল খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খুলনায় অসুস্থ অন্তত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহীতে চিকিৎসাধীন ৯ শ্রমিক।

এছাড়া চট্টগ্রাম ও নরসিংদীতে অন্তত ২৫ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। খুলনা, চট্টগ্রাম, ও রাজশাহী বিভাগের ২৬টি রাষ্ট্রায়ত্ব পাটকলে ১১ দফা দাবি আদায়ে আমরণ কর্মসূচি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply