যুক্তরাষ্ট্রে গোলাগুলি,পুলিশ কর্মকর্তাসহ নিহত ৬

|

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে গোলাগুলিতে প্রাণ গেছে এক পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ছয়জনের। আহত হয়েছে আরও দু’জন। নিহতদের মধ্যে সন্দেহভাজন দুই হামলাকারীও আছে।

মঙ্গলবার জার্সি শহরের একটি কবরস্থানের কাছে এক পুলিশ কর্মকর্তাকে দুর্বৃত্তের গুলি করা থেকে হামলার সূত্রপাত। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। শুরু হয় বন্দুকযুদ্ধ। এসময় আশপাশের এলাকাতেও গোলাগুলির তীব্র আওয়াজ শোনা যায়। পরে একটি সুপারমার্কেট এলাকা থেকে উদ্ধার করা হয় গুলিবিদ্ধ পাঁচজনের মরদেহ। এ ঘটনায় হাডসন রিভার থেকে ম্যানহাটন পর্যন্ত বিভিন্ন এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা; বন্ধ রয়েছে সব স্কুল। হামলার কারণ খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে এটি সন্ত্রাসী হামলা নয় বলে ধারণা করা হচ্ছে।

গান ভায়োলেন্স আর্কাইভ বলছে, চলতি বছর যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সহিংসতায় প্রাণ গেছে ৩৭ হাজার মানুষের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply