২ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে ক্রিকেটে বাংলাদেশি নারীদের স্বর্ণ জয়

|

নেপালে চলমান দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের ফাইনালে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে ২ রানে হারিয়ে সোনা জিতল বাংলাদেশ নারী দল। আজ রোববার বাংলাদেশের দেয়া ৯১ রানের জবাবে ৮৯ রানেই থেমে যায় শ্রীলঙ্কা।

গ্রুপ পর্বের প্রতিটি দলকে বড় ব্যধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে উঠে টাইগ্রেসরা। কিন্তু ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে আগের পারফরম্যান্স ধরে রাখতে পারেনি সালমারা। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯১ রান সংগ্রহ করে লাল সবুজ বাহিনী।

জবাবে বাংলাদেশের থেকে আরও খারাপ হয় শ্রীলঙ্কার। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভার ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৯ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন খাদিজা ও ফাহিমা খাতুন; এছাড়া একটি করে উইকেট পেয়েছেন জাহানারা-সালমা খাতুন ও নাহিদা আখতার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply