মায়ের জন্য খোলা চিঠি প্রিয়াংকার

|

শিশুদের অধিকার নিয়ে কাজ করার জন্য হিউম্য়ানিটোরিয়ান পুরস্কারে সম্মানিত করা হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকে। আর তিনি তার এই অর্জনের পুরোটাই দিয়েছেন তার মা মধু চোপড়াকে।

প্রিয়াংকা লিখেছেন– মা এটা সেটাই, যে শিক্ষা তুমি আমায় জীবনের শুরু থেকেই দিয়েছিলে। আশা করি আমি তোমায় গর্বিত করতে পেরেছি। মা কে গর্বিত করে তোলার মতো খুশি আর কিছুতে নেই।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মা মধু চোপড়ার সঙ্গে ছবি পোস্ট করে এ কথাই লিখেছেন প্রিয়াংকা।

প্রিয়াংকাকে শুভেচ্ছা জানিয়ে তার স্বামী নিক জোনাস লিখেছেন, তোমার জন্য গর্ব হচ্ছে। তুমি ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছ গত ১৫ বছর ধরে। তোমার কাজ প্রতিদিনই আমাকে অনুপ্রেরণা দিয়েছে। তোমার জন্য শুভেচ্ছা রইল।

বহুদিন ধরেই গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন দেশি গার্ল প্রিয়াংকা চোপড়া। বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করছেন শিশুদের অধিকার নিয়ে। সম্প্রতি ইউনিসেফ বার্ষিক স্নোফ্লেক বল বিশেষ সম্মানে সম্মানিত হন প্রিয়াংকা চোপড়া।

শিশুদের অধিকার নিয়ে কাজ করার জন্য ড্যানি কায়ে হিউম্য়ানিটোরিয়ান পুরস্কারে সম্মানিত করা হয় প্রিয়াংকাকে। আর এই কৃতিত্বই প্রিয়াংকা তার মাকে দিয়েছেন।

তথ্যসূত্র: জি নিউজ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply