বেগমগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

|

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে পলিথিন ব্যাগ উৎপাদন, বিপণন ও বিক্রয়ের বিরুদ্ধে ২টি প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে উপজেলার চৌমুহনী বাজার ও সেতু ভাঙ্গা এলাকায় পৃথক পৃথক ভাবে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান ও র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. আবু সালেহ। এ সময় আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান ।

অভিযান শুরুতেই চৌমুহনী আশ্রম গেইটের রিপন প্লাস্টিক কারখানাকে ২ লাখ টাকা,বন্ধু ফুড প্রোডাক্টসকে ৮০ হাজার টাকা, সেতু ভাঙ্গা এলাকার সেতু ফিস ফিল্ডকে ৫০ হাজার টাকা ও আলাউদ্দিনের পলিথিন কারখানাকে ৮০ হাজার টাকাসহ মোট ৪লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় রিপন প্লাস্টিক কারখানা ও আলাউদ্দিনের প্লাস্টিক কারখানা থেকে প্রচুর পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় পলিথিন মজুদ ও বিক্রির অভিযোগে আদালত ব্যবসায়ীদের কাছ থেকে ৪লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply