অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল

|

ভয়াবহ আকার ধারণ করেছে অস্ট্রেলিয়ার দাবানল। সিডনি থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরত্বে জ্বলছে বিশাল বনভূমি এলাকা।

এরই মধ্যে পুড়েছে ৩ লাখ হেক্টর এলাকা। সিডনির উত্তরাঞ্চলে একইসাথে অন্তত ৯টি দাবানল নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শহরের খুব কাছাকাছি হওয়ায় বায়ুদূষণও পৌঁছেছে বিপজ্জনক পর্যায়ে। স্থানীয়দের দ্রুত নিরাপদে সরে যাবার নির্দেশ দিয়েছে প্রশাসন।

একইসাথে আগুনের প্রকোপ বেড়েছে নিউ সাউথ ওয়েলসে। কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া, তাসমানিয়ায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। হেলিকপ্টারের মাধ্যমে ছিটানো হচ্ছে পানি। অক্টোবর থেকে ছড়িয়ে পড়া আগুনে অস্ট্রেলিয়ায় এরই মধ্যে পুড়ে গেছে ৭ শতাধিক বাড়িঘর। প্রাণ গেছে ৬ জনের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply