ভুটানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত একেএম শহিদুল করিম

|

সরকার ভুটানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক একেএম শহিদুল করিমকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রটোকল প্রধান হিসেবে কর্মরত আছেন।

রাষ্ট্রদূত করিম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৮তম ব্যাচের সদস্য। কূটনীতিক ক্যারিয়ারে এর আগে তিনি সুইডেনের স্টকহোম, মিসরের কায়রো এবং যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ মিশনে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি জেদ্দায় কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

একেএম শহীদুল করিম বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিভাটি থেকে ট্রেড নেগোসিয়েশন বিষয়ে এক্সিকিউটিভ প্রোগ্রাম এবং জাপানের ওসাকার কানসাই কোকুসাই সেন্টার থেকে জাপানি ভাষা কোর্স সম্পন্ন করেছিলেন। তিনি বিবাহিত এবং দুই ছেলের পিতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply