ডিএপি সারের মূল্য ২৫ টাকা থেকে কমিয়ে ১৬ টাকা নির্ধারণ

|

খাদ্য নিরাপত্তার স্বার্থে ডাই এমোনিয়াম ফসফেট, ডিএপি সারের মূল্য ২৫ টাকা থেকে ১৬ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

মন্ত্রী বলেন, কৃষিপণ্যের খরচ কমাতে ডিএপি সারের দাম কেজি প্রতি ৯ টাকা কমানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। গত দশ বছরে কোন সারের দাম বাড়েনি বলেও জানান কৃষিমন্ত্রী। কিছুদিনের মধ্যে সবজির দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসময় আব্দুর রাজ্জাক বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বাজার নিয়ন্ত্রণ করতে পারে না। বাজারের শক্তিই বাজার নিয়ন্ত্রণ করবে বলে মন্তব্য করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply