এস এ গেমসে চতুর্থ সোনা পেলো বাংলাদেশ

|

তৃতীয় দিনের সকালেই ৩টি স্বর্ণ জিতেছে বাংলাদেশ। যেখানে সবকটিই স্বর্ণই এসেছে কারাতের ইভেন্ট থেকে। এ নিয়ে এবারের আসরে এখন পর্যন্ত বাংলাদেশের স্বর্ণের সংখ্যা দাঁড়ালো ৪টি। ৬০ কেজি কুমিতে স্বর্ণ জেতেন আল-আমিন। মেয়েদের অনূর্ধ্ব-৫৫ কেজির কুমিতে মারজানা আক্তার পিয়া আর অনূর্ধ্ব-৬১ কেজির কুমিতে হুমায়রা আক্তার অন্তরা জিতেছেন স্বর্ণ। আর নারী ক্রিকেটে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী দল। ম্যাচ সেরা হয়েছেন সানজিদা ইসলাম।

সকালে ফাইনালে পাকিস্তানের জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জেতেন তিনি। এর আগে সেমিফাইনালে নেপালের রাজীব পোদাসানিকে ৭-৫ পয়েন্ট ব্যবধানে হারান তিনি। এরপর মেয়েদের কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে দিনের ২য় স্বর্ণ জেতেন মারজানা আক্তার পিয়া। এর আগে তিনি নেপালের মানিশ চৌধুরিকে ২-১ পয়েন্টে হারান। আর অনূর্ধ্ব-৬১ কেজি কুমিতে নেপালের আনু গুরংকে হারিয়ে স্বর্ণ জিতেছেন হুময়রা আক্তার অন্তরা।

এছাড়া কারাতে মাইনাস ৬৭ কেজি কুমিতে রৌপ্য জেতেন ফেরদৌস। আর উশু তাউলু চাং চুয়ান ইভেন্টে রৌপ্য জিতেছেন ওমর ফারুক। অ্যাথলেটিক্সে হাই জাম্পে ২ দশমিক এক ছয় মিটার লাফিয়ে রৌপ্য জিতেছেন বাংলাদেশের মাহফুজুর রহমান। একই সাথে এইটি ছিলো বাংলাদেশের জাতীয় রেকর্ডও। এর আগে সোমবার দীপু চাকমার হাত ধরে প্রথম স্বর্ণ জেতে বাংলাদেশ। তায়কোয়ান্দোতে ২৯ প্লাস কেজিতে দেশের হয়ে স্বর্ণ জেতেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply