মারজানার হাত ধরে এলো তৃতীয় সোনা

|

আল আমিনের সোনা জয়ের রেশ কাটতে না কাটতেই আবারও সুসংবাদ এলো কাঠমান্ডু থেকে। এবার দেশকে সোনা উপহার দিয়েছেন মারজানা আক্তার পিয়া। মেয়েদের অনূর্ধ্ব-৫৫ কেজি কুমি ইভেন্টে সোনা জিতেছেন মারজানা।

ফাইনালে পাকিস্তানের কায়সার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়েছেন মারাজানা। এর আগে ২-১ পয়েন্টে নেপালের মানিশ চৌধুরীকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন তিনি।

এর ফলে, এসএ গেমসের তৃতীয় দিনের সকালেই দুটি স্বর্ণ জিতেছে বাংলাদেশ। মারজানার আগে কারাতে থেকে প্রথম পদক জেতেন মোহাম্মদ আল আমিন। কুমি ৬০ কেজি ওজন শ্রেণি ফাইনালে আল আমিন হারান পাকিস্তানের প্রতিযোগীকে। সোমবার দ্বিতীয় দিনে তায়কোয়ান্দোর ২৯ কেজি বা তার অধিক ওজন শ্রেণিতে স্বর্ণ জেতেন দিপু চাকমা।

এছাড়াও কারাতে থেকে দুটি রৌপ্য পদক এসেছে। পুরুষ একক কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য জেতেন মোস্তফা কামাল। একই ইভেন্টে মেয়েদের বিভাগে অনূর্ধ্ব-৪৫ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য জেতেন মাউন জেরা বর্ণা। এছাড়া তায়কোয়ান্দোতে ছয়টি ও কারাতে থেকে সাতটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply