অফিসে ধূমপান না করলেই ৬ দিন ক্ষতিপূরণ ছুটি!

|

ফাইল ছবি

যারা অফিসে ধুমপানের বিরতি নেন না বা ধুমপান করেন না তাদের ক্ষতিপূরণ বাবদ বছরে ৬ দিনের অতিরিক্ত ছুটি দেয়া হবে। এই ছুটি ঘোষণা করেছে জাপানের বিপণন সংস্থা পিয়ালা ইনকর্পোরেট।

জানা যায়, সংস্থার অফিসটি ২৯ তলায়। কোন কর্মীকে সিগারেট খেতে হলে বিরতি নিয়ে বেসমেন্টে যেতে হয়। এই ধরণের বিরতি সাধারণত ১৫ মিনিট সময় চলে যায়। যার ফলে ধূমপান করেন না এমন কর্মীদের মধ্যে বিষয়টি বিরক্তি সৃষ্টি করে। তাদের অভিযোগের কারণেই সংস্থার প্রধান নির্বাহী তাকাও আসুকা, ধূমপান করেন না এমন কর্মীদের ক্ষতিপূরণ হিসাবে ছয় দিনের অতিরিক্ত ছুটি দেওয়ার দেওয়ার সিদ্ধান্ত নেন।

তাকাও আসুকা বলেন, আমি আশা করি কর্মচারীদের জরিমানা বা জবরদস্তির চেয়ে ইন্সেন্টিভ দেওয়ার মাধ্যমে ধূমপান ছাড়ার বিষয়টি বেশি উৎসাহিত করবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply