মৃত তিমির পাকস্থলীতে মিললো ১০০ কেজি জাল-রশি-প্লাস্টিক ব্যাগ

|

সমুদ্রের তীরে ভেসে আসা একটি স্পার্ম হোয়েল (বিশেষ প্রজাতির তিমি) এর মৃতদেহ কাটার পর তার পাকস্থলীতে পাওয়া গেল একটি বিশাল আকারের কুণ্ডলী পাকানো বস্তু।

প্রায় ১০০ কেজি ওজনের সেই কুণ্ডলী খুলে দেখা যায় তাতে রয়েছে মানুষের ব্যবহারের পর ফেলে দেয়া নানান ধরনের বর্জ্য। এর মধ্যে রয়েছে মাছ ধরার জাল, রশি, বিভিন্ন ধরনের প্লাস্টিকের ব্যাগ ও প্যাকেট, প্লাস্টিকের কাপ ইত্যাদি। সবগুলো জিনিস মিলে দলা পাকিয়েছিলো তিমির পেটে।

গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের সেলিবোস্ট সমুদ্র সৈকতের তিমিটির লাশ পাওয়া যায়। বিশেষজ্ঞরা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি প্লাস্টিকের এসব জিনিস পেটে জমা হয়ে থাকার কারণেই তার মৃত্যু হয়েছে কিনা।

তবে স্থানীয়রা মনে করছেন এমন কিছুই ঘটেছে। সৈকত এলাকার এক বাসিন্দা ড্যান প্যারি বলেন, নিয়মিত আমরা এখানে হাঁটতে আসি। সব সময় আমি হাতে একটা ব্যাগ রাখি সৈকতের আবর্জনা কুড়ানোর জন্য। বেশিরভাগ ক্ষেত্রেই দেখি মাছ শিকারের জাল-রশি পড়ে আছে।’

স্কটিশ ম্যারিটাইম এনিমাল স্ট্যান্ডিং স্কিম নামে একটি সংস্থার বিশেষজ্ঞরা তিমিটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করেছেন।

সূত্র: বিবিসি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply