খুলনায় পাসপোর্ট অফিসের ৪ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, দুই দালালকে জেল

|

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এসময় পাসপোর্ট প্রত্যাশিদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, হয়রানিসহ বিভিন্ন অভিযোগে ফিরোজ শিকদার ও মোঃ মিল্টন নামে দুই দালালকে তাৎক্ষণিক আড়াই হাজার টাকা জরিমানা এবং দুই দিনের কারাদণ্ড দিয়েছেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান হোসেন।

এছাড়া পাসপোর্ট অফিসে অনিয়ম, নীতিবহির্ভূত কর্মকাণ্ড পরিচালনা, পাসপোর্ট ফরমে স্বাক্ষর জালিয়াতিসহ একাধিক অভিযোগে উচ্চমান সহকারী হোসেন আরা, আনসার সদস্য রবিউল ইসলাম, ফরমান সরদার ও নৈশ প্রহরী আজহার ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাসপোর্ট অধিদফতরের পরিচালককে নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বেলা সাড়ে ১২টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। দুদকের খুলনা জেলার সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ ও উপ-সহকারী পরিচালক নীল কমল পাল অভিযানে উপস্থিত ছিলেন। দুদক জানিয়েছে, এ ধরণের অভিযান চলমান থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply