অভিশংসন তদন্তের শুনানিতে হাজিরা দিচ্ছেন না ট্রাম্প

|

অভিশংসন তদন্তের শুনানিতে ৪ ডিসেম্বর হাজিরা দিচ্ছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির চিঠির প্রতুত্ত্যরে রোববার, এই জবাব দিয়েছে হোয়াইট হাউজ।

ট্রাম্পের আইনি উপদেষ্টা প্যাট সিপলোন লিখেছেন, এখনো সাক্ষীর নাম পাওয়া যায়নি, এছাড়া জুডিশিয়ারি কমিটি প্রেসিডেন্টের শুনানির মাধ্যমে একটি সুষ্ঠু প্রক্রিয়া বহন করবে কিনা- সেটাও অস্পষ্ট।

তিনি আরও জানান, অভিশংসন শুনানির ‘যথাযথ প্রক্রিয়া এবং মৌলিক নিরপেক্ষতা’র অভাব রয়েছে।

গেলো সপ্তাহে, মার্কিন প্রেসিডেন্টকে অভিশংসন তদন্তের শুনানিতে হাজির থাকার আমন্ত্রণ জানানো হয়। তদন্ত নিয়ে ট্রাম্পের সব অভিযোগ তুলে ধরার সুযোগ দিতেই এ উদ্যোগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply