ছাত্ররাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হলে লেজুড়বৃত্তি বন্ধ করতে হবে

|

ছাত্ররাজনীতিকে সুস্থ্য ধারায় ফিরিয়ে আনতে হলে লেজুড়বৃত্তি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক ছাত্র নেতারা।

তারা বলেন, রাজনতিক গুলোর আজ্ঞাবহ হয়ে কাজ করায় ছাত্র রজনীতি তাদের স্বকীয়তা হারাচ্ছে।

আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন ছাত্রনেতারা।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ছাত্রদের সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নীতি এবং আদর্শভিত্তিক রাজনীতি করার তাগিদও দেন তিনি।

আ স ম আব্দুর রব বলেন, ছাত্র রাজনীতির গৌরবোজ্জল ভুমিকার কথা মাথায় রেখে সাধারন মানুষের পক্ষে অবস্থান নিতে হবে ছাত্রনেতাদের।

মাহমুদুর রহমান মান্না বলেন, ছাত্র রাজনীতি জাতীয় রাজনীতির বাইরে নয় তাই সামগ্রিক দুবৃত্তায়নের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে ছাত্রনেতাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply