পার্বত্য অঞ্চলের উন্নয়ন ব্যতীত দেশের উন্নয়ন সম্ভব নয়: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

|

পার্বত্য অঞ্চলের উন্নয়ন ব্যতীত দেশের উন্নয়ন সম্ভব নয় মন্তব্য করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

আজ সোমবার সকালে সচিবালয়ে পার্বত্য শান্তি চুক্তির ২২ বছর উপলক্ষ্যে তিনি একথা বলেন। বিগত কোন সরকার এ অঞ্চলের উন্নয়ন করেনি বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বন্ধুক দিয়ে যে সমস্যা সমাধান করা যায়নি সেই সমস্যা শেখ হাসিনা বন্ধুত্ব দিয়ে সমাধান করেছেন। শান্তিচুক্তি ৭২ টি ধারার ৪৮ টি বাস্তবায়ন করা হয়েছে, ১৫ টি আংশিক বাস্তবায়ন হয়েছে বলেও জানান মন্ত্রী। ৯টি ধারা প্রক্রিয়াধীন আছে বলে জানান মন্ত্রী।

রজতজয়ন্তী পালনের আগে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সব ধারা বাস্তবায়নের আশাব্যক্ত করেন বীর বাহাদুর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply