এক ওভারেই ৫ উইকেট! আল আমিনের পাশে মিঠুন

|

এক ওভারে ৫ উইকেট শিকারের অনন্য নজির স্থাপন করলেন ভারতীয় পেসার অভিমন্যু মিঠুন। শুক্রবার ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফির সেমি-ফাইনালে হরিয়ানার বিপক্ষে কর্নাটকের হয়ে দারুণ এই কীর্তি গড়েন মিঠুন। ভারতীয় এই পেসার এক ওভারে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার করেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে এমন নজির স্থাপন করেছেন বাংলাদেশ দলের তারকা পেসার আল-আমিন হোসেন। ২০১৩ সালে বিজয় দিবস কাপে বিসিবি একাদশের হয়ে এক ওভারে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন পেসার আল আমিন। সেদিন ৩ ওভারে ১৫ রান দিয়ে উইকেটশূন্য থাকা আল-আমিন ওই ওভারের প্রথম বলে মেহেদি মারুফকে বানালেন আরাফাত সানির ক্যাচ। দ্বিতীয় বলে দুই রান। তখনো বোঝা যায়নি, কী ঘটতে চলেছে শেষ চারটি বলে। ওভারের তৃতীয় বলে নাজমুল মিলন, চতুর্থ বলে সোহরাওয়ার্দী শুভ, পঞ্চম বলে নাঈম ইসলাম জুনিয়রকে আউট করে করেন হ্যাটট্রিক। ওভারের শেষ বলে তুলে নেন নাবিল সামাদের উইকেট। টানা চার বলে চারটি উইকেট! ক্রিকেটের পরিভাষায় যাকে বলে ‘ডাবল হ্যাটট্রিক’।

শুক্রবার সৈয়দ মুশতাক আলী ট্রফির সেমি-ফাইনালে প্রথম তিন বলে উইকেট শিকার করে হ্যাটট্রিক পূর্ণ করে পরের বলেও উইকেট নেন মিঠুন। পঞ্চম বলে দেন এক রান। আর শেষ বলে আবারও উইকেট তুলে নেন মিঠুন। ভাগ বসান বাংলাদেশি পেসার আল আমিনের রেকর্ডে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply