টাঙ্গাইলে সড়কের পাশে ৮ ফুট লম্বা অজগর!

|

টাঙ্গাইলের সখীপুরে শাল গজারী বন ঘেঁষা সড়কের পাশ থেকে প্রায় ৮ ফুট লম্বা একটি অজগর সাপ ধরলেন এলাকাবাসী।

শনিবার বিকালে উপজেলার বহেড়াতৈল কাউচির চালা এলাকা থেকে এ সাপ ধরা হয়েছে। সাপটি প্রায় ৩০ থেকে ৩৫ কেজি হবে ধারণা করা হচ্ছে।

প্রায় ৩০ বছর পর এই প্রথম সখীপুরে একটি অজগর সাপ দেখা গেলো বলে জানিয়েছেন এলাকাবাসী।

এ সংবাদ শুনে দূর দূরন্ত থেকে হাজার হাজার মানুষ সাপটি দেখতে ভিড় জমায়। এ ঘটনায় ওই এলাকায় সাপের ভয়ে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, উপজেলার ছাতিয়া থেকে বহেড়াতৈল যাওয়ার পথে বন ঘেঁষা সড়কের পাশে একটি সাপ দেখে চিৎকার করেন কয়েকজন পথচারী। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে দেখে এটি অজগর সাপ। সাপটিকে আটক করে স্থানীয় বন কর্মকর্তাকে খবর দেয় তারা।

স্থানীয় বন কর্মকর্তা ও এলাকাবাসী ধারণা করছেন এ এলাকায় আরও অজগর সাপ রয়েছে। এটি অজগরের একটি বাচ্চা সাপ।

বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এরশাদুল আলম বলেন, সাপটি মধুপুরে প্রাণী সম্পদ সংরক্ষণ করার একটি উদ্যানে নিয়ে ছেড়ে দেয়া হবে। সাপটি কেউ কোনো আঘাত না করায় সুস্থ রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply